Posts

জ্বর, সর্দি, কাশি, শাসকষ্ট ও করোনা ফোবিয়া:

Image
  জ্বর হলে শরীরের তাপ বাড়ে। শরীর ব্যাথা করে। ম্যাজ ম্যাজ করে। অরুচি হয়। মুখের স্বাদ নষ্ট হয়। খাবার খেতে ভালো লাগেনা। এটাই তো জ্বরের চিরচেনা বৈশিষ্ট। সর্দি হলে, নাক বন্ধ থাকে। ঘ্রান পাওয়া যায়না। নিঃশাস ঠিকমতো নেয়া যায়না। মুখ দিয়ে শাস  নিতে হয়। সুতরাং কিছুটা শাসকষ্ট হয়। এটাই তো সর্দির চিরচেনা বৈশিষ্ট। কাশি হলে, গলা ব্যাথা করে। খুসখুসে কাশি থাকে। বুকে কফ জমে। অনেকসময় গড়গড় শব্দ হয়। বেশি কাশি হলে শাস নিতে কষ্ট হয়। হাঁপানির মতো হয়। এটাই তো কাশির চিরচেনা বৈশিষ্ট। আর এই কমন বিষয়গুলোকে হাতিয়ার বানিয়ে মিডিয়ার দ্বারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে ভীত করে তোলা হয়েছে। তাই সামান্য জ্বর হলেও মিথ্যা ভয় আর আতংকেই মানুষ অর্ধেক অসুস্থ হয়ে যাচ্ছে। আর সাথে তো আশেপাশের মানুষের অবহেলা ও অবজ্ঞা আছেই। ফলে সে আরো বেশি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে সত্যি সত্যিই অসুস্থ হয়ে যাচ্ছে। 

ঈসা (আ) কি জীবিত, নাকি মৃত? ফিরে আসবেন, নাকি আসবেন না? সংশয় নিরসন:

Image
আমরা সবাই খুব ভালো করে জানি যে , ইহুদিরা যখন ঈসাকে ( আ ) হত্যা করতে এসেছিলো তখন আল্লাহ তায়ালা ঈসাকে ( আ ) নিজের কাছে উঠিয়ে নিয়েছেন । এবং শেষ জমানায় আল্লাহ উনাকে আবার দুনিয়াতে পাঠাবেন , দাজ্জালকে হত্যা ও ইহুদি খ্রিস্টানদেরকে উচিত শিক্ষা দেয়ার জন্য । কিন্তু একদল মানুষ এটা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে । তারা এই বিষয়টা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে , এখনো ছড়াচ্ছে । এর মধ্যে অন্যতম দুটি দল হলো কাদিয়ানী ও আহলে কুরআন সম্প্রদায় । এই ভ্রান্ত ও পথভ্রষ্ট দল দুটির ফাঁদে পা দিয়ে অনেক সাধারণ মুসলিমও বিভ্রান্ত হচ্ছে । ইদানিং আবার সাবেক এক নাস্তিক , যে কিনা হঠাৎ করে আবার ইসলামে ফিরে আসার ঘোষণা ( নাটক মনে হচ্ছে ) দিয়েছে । সে এগুলো নিয়ে খুব বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে । সে হাদিসের সাথে কোরআনকে না মিলাতে পেরে নাস্তিক হয়েছে বলে শুনেছিলাম । এখন সে আহলে কোরআন ( হাদিস বাদ দিয়ে শুধু কোরআনের অনুসারী ) হয়ে ফিরে এসে বিভ্রান্তিকর কথা বার্তা প্রচার করছে ।   কিছ

আর্মি অফ দাজ্জাল (৪র্থ খন্ড):

Image
গুগল ড্রাইভ : https://drive.google.com/file/d/10HhAU1FzDTTRKH3TEQSTQJzX-THGoRMn/view?usp=sharing মেগা ড্রাইভ:  https://mega.nz/file/kwxAVTYa#xHZo6Ah7Myc0FnjumnIhcQKDmOyYm6pJW2OLlnPmNaY