জ্বর, সর্দি, কাশি, শাসকষ্ট ও করোনা ফোবিয়া:
জ্বর হলে শরীরের তাপ বাড়ে। শরীর ব্যাথা করে। ম্যাজ ম্যাজ করে। অরুচি হয়। মুখের স্বাদ নষ্ট হয়। খাবার খেতে ভালো লাগেনা। এটাই তো জ্বরের চিরচেনা বৈশিষ্ট। সর্দি হলে, নাক বন্ধ থাকে। ঘ্রান পাওয়া যায়না। নিঃশাস ঠিকমতো নেয়া যায়না। মুখ দিয়ে শাস নিতে হয়। সুতরাং কিছুটা শাসকষ্ট হয়। এটাই তো সর্দির চিরচেনা বৈশিষ্ট। কাশি হলে, গলা ব্যাথা করে। খুসখুসে কাশি থাকে। বুকে কফ জমে। অনেকসময় গড়গড় শব্দ হয়। বেশি কাশি হলে শাস নিতে কষ্ট হয়। হাঁপানির মতো হয়। এটাই তো কাশির চিরচেনা বৈশিষ্ট। আর এই কমন বিষয়গুলোকে হাতিয়ার বানিয়ে মিডিয়ার দ্বারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে ভীত করে তোলা হয়েছে। তাই সামান্য জ্বর হলেও মিথ্যা ভয় আর আতংকেই মানুষ অর্ধেক অসুস্থ হয়ে যাচ্ছে। আর সাথে তো আশেপাশের মানুষের অবহেলা ও অবজ্ঞা আছেই। ফলে সে আরো বেশি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে সত্যি সত্যিই অসুস্থ হয়ে যাচ্ছে।