ইওডা নামক এই ছোট্ট শয়তানটাকে দেখে নিন।
এরকম অনেক জিন শয়তানকে মুভি ও কার্টুনে দেখানো হয়। মানুষ এগুলোকে উপভোগ করে। অথচ এর পিছনে আছে স্যাটানিস্টদের মাস্টার প্ল্যান। ওরা চায় পৃথিবীতে জিন শয়তান দিয়ে ভরিয়ে ফেলতে। তাই আগে থেকে মানুষকে এগুলো দেখিয়ে জীন শয়তানকে আপন করে নিয়ে নিজেদের সমাজে যেন স্থান দেয় , সেই মানসিকতা গড়ে তুলছে। এখনকার বেশিরভাগ মুভি ও কার্টুন জীন শয়তানের সাথে মানুষের সহবস্থানের উপর ভিত্তি করেই বানানো হয় ।