কুথুলু (The Call of Cthulhu) নাকি ইফরীত জীন?
কুথুলু (The Call of Cthulhu)
এটা একটা Supernatural Horror উপন্যাস
short story by American
writer H. P. Lovecraft .
উল্লেখ্য, এই লাভক্রাফ্ট একজন সাতানিস্টও বটে। তার আরো একটি বই আছে। নাম নেক্রোনোমিকন। এখানে
সে অদ্ভুত ও ভয়ংকর সব প্রাণীর ছবি এঁকে রেখেছে। কুথুলু নামক বৃহদাকার অক্টামানুষের একটি ছবিও আছে। ধারণা করা হয় এটা আরব
সাগরে আছে। শয়তানের পূজারীরা এটাকে পৃথিবীতে
ডেকে আনতে চায়। অর্থাৎ সমুদ্র থেকে উঠিয়ে আনতে চায়। তার বইগুলোতে জিন শয়তানদেরকে ডেকে আনার পদ্ধতিও বর্ণনা
করা আছে। একটা গেমপ্লেতেও এটা দেখানো হয়েছে। ব্লাড সাক্রিফাইসের মাধ্যমে কুথুলুকে উঠিয়ে
আনা হচ্ছে।
The prisoners identify the confiscated idol as Cthulhu himself, and
translate their mysterious phrase as "In his house at R'lyeh, dead Cthulhu
waits dreaming." One particularly talkative cultist, known as Old Castro,
named the center of their cult as Irem, the City of
Pillars in Arabia, and referred to a phrase
in the Necronomicon: "That is not dead
which can eternal lie, And with strange aeons even death may die.”
তবে আমার কাছে মনে হয়, এটা দৈত্যাকার ইফরীত জীন। আর আমরা তো ভালো করেই জানি যে , সাগরে জিনেরা বসবাস করে। এখানে আরো একটি বিষয় চলে আসে, সেটা হলো বারমুডা ট্রাইএঙ্গেল ও ডেভিল ট্রাইএঙ্গেল। অর্থাৎ, এসব জায়গায় জাহাজ ও বিমানের অদৃশ্য হওয়ার পিছনেও হয়তোবা এই ইফরীত (কুথুলু) জিনদের হাত রয়েছে। আবার এগুলো বন্ধি অবস্থায়ও থাকতে পারে। কারণ আমরা জানি সুলায়মান (আ) অনেক জিনকে সাগরে বন্ধি করেছেন। যারা ছিল খুব শক্তিশালী ও অবাধ্য । আর সেজন্যই দাজ্জালের বাহিনী ওদেরকে মুক্ত করতে চাচ্ছে। আল্লাহু আলম।
Comments
Post a Comment