ইহিবৌখ্রিমান (মডারেট / মুর্জিয়া / মিক্সড ন্যাশন)

শব্দটা  দেখে নিশ্চই খুব আশ্চর্য লাগছে, তাইনা? লাগারই কথা শব্দটা যেমন আশ্চর্য, ঠিক তেমনি এই ধরণের প্রাণী গুলোও খুব আশ্চর্য এটা একটা নতুন প্রজাতির প্রাণীএই প্রাণী গুলো অলরেডি দাজ্জালের গোলামে পরিণত হয়ে গেছেএরা নিজেদেরকে অত্যাধুনিক কিছু একটা মনে করেএরা কোনো বিধি বিধান মানতে চায়নাযা ইচ্ছা তাই করেইদানিং এই প্রজাতির অসংখ্য প্রাণী দেখা যাচ্ছে

এবার আসুন এদের ব্যাপারে বিস্তারিত জেনে নেই

) এরা  ইহুদিদের মতো অপবিজ্ঞানের চর্চা করে ওদের ধর্মের মতো করে  ইসলামকেও  অপবৈজ্ঞানিক অত্যাধুনিক  বানাতে চায়

) এরা হিন্দুদের মতো নাচ, গান, গায়ে হলুদ, নববর্ষ ইত্যাদি উদযাপন করে

) বৌদ্ধদের মতো মেডিটেশন করে আল্লাহকে পেতে চায়

) খ্রিস্টানদের মতো মদ নারী নিয়ে ব্যাস্ত থাকে, আর শুধু জুমার দিন মসজিদে হাজির হয় 

) মুসলমানদের মতো মাঝে মাঝে নামাজ পরে রোজা রাখে 

এরা সকল ধর্মকে মিক্সড করে নতুন একটি ধর্ম বানিয়ে নিয়েছে তাই এদের জন্য এই নাম (ইহিবৌখ্রিমান)

এদের ধর্মের নাম মানব ধর্ম বা দাজ্জালের ওয়ান ওয়ার্ল্ড রিলিজন (একক বৈশ্বিক ধর্ম)

ইহিবৌখ্রিমান  স্কলাররা, খুব আদর করে এটার নাম দিয়েছে ইন্টার ফেইথ বা আন্তঃ ধর্ম। এবং তারা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে।

আল্লাহ সকল মুমিনকে দাজ্জালের এই নয়া  ধর্ম থেকে হেফাজত করুন  আমিন



 

Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।