কার্টুন ও মুভিতে যেভাবে জিনকে উপস্থাপন করা হচ্ছে:
মৎস্য কন্যা/ পশু মানব এগুলোর কথা তো আমরা কমবেশি সবাই জানি। অসংখ্য কার্টুন ও মুভিতে এগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। উপরের অংশ মানুষের আর নিচের অংশ পশুর। অথবা উপরে পশু, নিচে মানুষ। আবার কখনো একজন মানুষ পুরো পুরি পশুতে বা পাখিতে রূপান্তরিত হয়। কখনো দেখা যায় চোখের কারিশমা। চোখ পরিবর্তন হয়ে যায় বা চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। বিভিন্ন রকম হয়। কারো মাথায় থাকে শিং। কারো সব ঠিকঠাক কিন্তু পায়ে খুড় বা কান গুলো বড়ো, চোখ গুলো অদ্ভুত। ইত্যাদি।
মৎস্য কন্যার কাহিনী তো এভেইলেবল। ওরা মুভি বা কার্টুনে যেমনটা দেখায়, আসলে মৎস্য কন্যা এতো সুন্দর নয়। বরং বিদঘুটে।
মোট কথা মানুষকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আবার কখনো সরাসরি জিন শয়তানকে মানুষের সাথে সমাজে এক সাথে মিলে মিশে বসবাস করতে দেখা যায়।
এগুলো দ্বারা, তারা মুলত খারাপ জিন (শয়তান) কে হাইলাইট করে। তারা চাচ্ছে পৃথিবীতে মানুষের সাথে শয়তানের সহাবস্থানের প্লাটফর্ম তৈরি করতে। যাতে ভবিষ্যতে মানুষ জিন শয়তানকে মানব সমাজে সহজ ভাবে গ্ৰহন করে নেয়।
বি: দ্র: দাজ্জাল জিন ও শয়তানকে দিয়ে অনেক ভেলকি দেখাবে। এবং সেই মূহূর্তে সোলায়মান (আ:) এর বন্দী করা শক্তিশালী জিন গুলোও (ইফরিত জিন) ছাড়া পেয়ে যাবে।
কত ভয়ংকর হবে সেই মূহুর্তগুলো!!!
Comments
Post a Comment