অতীতের সালাহউদ্দিন ও মুর্জিয়া VS বর্তমানের সালাহউদ্দিন ও মুর্জিয়া:
সুলতান সালাউদ্দিন আইয়ুবী (র:) যখন অল্প সংখ্যক মুমিনকে নিয়ে ক্রুসেডারদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তখন তৎকালীন মডারেট - মুর্জিয়ারা তাকে আত্মহত্যা কারী, অনারব ও গায়রে আলেম বলে ভর্ৎসনা করে পিছিয়ে গিয়েছিলো। তারা আধুনিক উপায়ে ইসলাম কায়েম করতে চেয়েছিলো। কিন্তু আল্লাহ তায়ালা সালাউদ্দিন (র:) কেই বিজয় দিয়ে পিছিয়ে যাওয়া লোকদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আর সালাউদ্দিন (র) কে বানিয়েছেন সমস্ত মুমিনের আদর্শ।
ঠিক একই ভাবে বর্তমানেও নব্য ক্রুসেডারদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া নব্য
সালাউদ্দিনদেরকে, নব্য মুর্জিয়ারা ভর্ৎসনা করছে। আল্লাহ তায়ালা অবশ্যই নব্য সালাউদ্দীনদের হাতে নব্য ক্রুসেডার দেরকে পরাজিত করবেন এবং নব্য মুর্জিয়াদের মুখোশ আবারো উন্মোচন করে দিবেন। আর পরবর্তী প্রজন্মের কাছে আজকের জুন্দুল্লাহদেরকে আদর্শ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আজকের মোডারেটদের জন্য যদিও এই উম্মত, জুন্দুল্লাহদেরকে ভুল বুঝছে। আগামী প্রজন্ম ঠিকই এইসব জুন্দুল্লাহদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর নব্য মুর্জিয়াদেরকে ভর্ৎসনা করবে ইনশাআল্লাহ।
This comment has been removed by the author.
ReplyDeleteআমি সুলতান সালাউদ্দিন কে অনুসরণ করি এবং ভালোবাসি তার জীবনী এবং ক্রুসেড এর ইতিহাসান আমার জানা আছে আলহামদুলিল্লাহ।
ReplyDelete