সৃষ্টিতত্ত্বের ব্যাপারে কোরআন ও ইঞ্জিলের মিল থাকাটাই স্বাভাবিক


 


বাইবেল যে বিকৃত, সেটা তো সবাই জানে কিন্তু সৃষ্টিতত্ত্বের ব্যাপারে কিছু জিনিস সেখানে অবিকৃত রয়ে গেছে সুতরাং আমাদের আলোচনার সাথে বাইবেলের কিছুটা মিল থাকতেই পারে এটা নিয়ে যারা পানি ঘোলা করার অপচেষ্টায় আছেন, তারা মোটেও ভালো কাজ করছেন না  আর তাছাড়া ইঞ্জিল একটি আসমানী গ্রন্থ যেখানে সমতল পৃথিবীর কথা বলা হয়েছে আর কুরআনেও সেটা স্পষ্ট করে বলা হয়েছে অতএব, কোরআন ইঞ্জিলের মিল থাকাটাই স্বাভাবিক  কিন্তু সূর্যকেন্দ্রিক বলাকার পৃথিবীর থিওরিটি পুরাটাই স্যাটানিক এবং সূর্যকে পূজা করার উদ্দেশেই এই বলাকার পৃথিবীকে সাজানো হয়েছে অর্থাৎ ওই থিওরি অনুযায়ী সূর্যই সকল শক্তির উৎস  আর সূর্য সকল গ্রহ নক্ষত্রকে শাসন করছে 

এবার সিদ্ধান্ত আপনাদের কোনটাতে বিশ্বাস করবেন ??



Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।