স্থির ও সমতলে বিছানো পৃথিবীতে বিশ্বাসী লোকের সংখ্যা খুব কম।
কারণ, দাজ্জালের ফেতনাগুলোকে খুব কম সংখক লোকই বুঝতে বা ধরতে পারবে। আর এই কম সংখ্যক মুমিনই দাজ্জালের কপালের কাফের লিখাটাও পড়তে পারবে ইনশাআল্লাহ। এবং নাসার দ্বারা ব্রেইন ওয়াশড লোকেরা ধোঁকা খেয়ে যাবে, নাউযুবিল্লাহ।
এদেরকে শত বুঝানোর পরে বুঝবেনা। এরা শুধু যুক্তি খুঁজতে থাকবে। আর সব কিছুকে বিজ্ঞান দ্বারা যাচাই করবে। অন্য দিকে মুমিনরা শুনলাম ও মানলাম নীতিতে চলে কামিয়াবী অর্জন করবে ইনশাআল্লাহ।
Comments
Post a Comment