২১:৩৩ এবং ৩৬:৪০ দিয়ে পৃথিবীর ঘূর্ণয়নের মিথ্যাচার:

 


প্রিয় পাঠক, নিচের আয়াত দুটো মনোযোগ দিয়ে পড়ুন

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

তিনিই সৃষ্টি করেছেন রাত্রি দিন এবং সূর্য চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।সুরা আম্বিয়া ২১:৩৩ ]

 

لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে।সুরা ইয়া-সীন ৩৬:৪০ ]

 

 

পড়েছেন?

না বুঝলে আবার পড়ুন

আশা করি, বুঝেছেন

এবার আপনারাই বলুন তো এখানে কি কোথাও পৃথিবীর কথা বলা হয়েছে? কোনো ইঙ্গিতও তো পাওয়া যায়না তাহলে কি করে এরকম স্পষ্ট আয়াত নিয়ে মিথ্যাচার করা হয়?

এখানে যে শুধুমাত্র চাদ, সূর্য এবং দিন রাতের আবর্তনের কথা বলা হয়েছে, সেটা যে কোনো পাঠক আয়াত দুটো একবার পড়লেই বুঝে ফেলবে, ইনশাআল্লাহ অথচ এই আয়াতের অর্ধাংশ দিয়ে প্রকাশ্যে মিথ্যাচার করা হয় তারা (বর্তমানের বিজ্ঞানপন্থী মডারেট মুর্জিয়া) বলে: " প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে" এর ভিতরে পৃথিবীকেও ঢুকিয়ে দেয় অথচ আল্লাহ এখানে পৃথিবীর কথা মোটেও বলেন নি একজন দরবারী আলেমকেও দেখলাম এভাবেই অপবিজ্ঞানের সাথে তাল মিলিয়ে মিথ্যা বলছে আর কাচু মাচু করছে সত্যকে গোপন করলে, কাচু মাচু তো করবেই




Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।