সাহাবীরা ছিলেন ধর্মান্ধ।


 


আল্লাহর রাসূল যখন মিরাজ থেকে ফিরে এসে আবু বকর (রা:) কে বিস্তারিত বললেন, তখন তিনি তা বিনা প্রশ্নে মেনে নিলেন। তিনি কোনো যুক্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুজেন নি। এছাড়া জান্নাত জাহান্নাম ও আরো অসংখ বর্ণনা সাহাবীরা বিনা প্রশ্নে মেনে নিয়েছিলেন। একেই বলে ধর্মান্ধতা (শুনলাম ও মানলাম)। সুতরাং আমরাও সাহাবীদের অনুকরণে ধর্মান্ধ। আলহামদুলিল্লাহ।

বুঝি আর না বুঝি। কুরআন ও হাদীসকে অন্ধভাবে বিশ্বাস করি ও মানি।

Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।