পুরো পৃথিবীর ছবি তোলা কি সম্ভব?
অনেকেই মহাকাশ (?) থেকে তোলা সমতলে বিছানো পৃথিবীর সম্পূর্ণ ছবি দেখতে চায়।
আরে ভাই,, নাসা আপনাকে যে বলাকার পৃথিবীর ছবি দেখায় সেটা যে সম্পূর্ণ ভুয়া তা কি এখনো বুঝেন নাহ?
৪/৫ কি:মি: উপর থেকে মেঘের কারনে পুরো পৃথিবীর কোন ছবিই তো তোলা সম্ভব নয়।
এখন সেটা নাসার কথিত বলাকার পৃথিবী হোক আর সত্যিকারের সমতলে বিছানো পৃথিবীই হোক।
আর কেউ যদি কোথাও মেঘমুক্ত আকাশ পেয়েও যায়, তবুও পুরো পৃথিবীর ছবি তোলা অসম্ভব। সর্বোচ্চ হয়তো একটা দেশের ছবি তুলতে পারবে। কারণ, পুরো পৃথিবীর ছবি তুলতে হলে, তাকে কোটি কোটি মাইল উপরে গিয়ে তুলতে হবে। আর সেটা কখনোই সম্ভব নয়।
Comments
Post a Comment