সমাজের উপর অতীতে গ্রিক দর্শনের আর বর্তমানে বিজ্ঞানের প্রভাব:
৮ম বা ৯ম শতাব্দীর পর থেকে মুসলিম সমাজে গ্রিক দর্শনের মারাত্মক প্রভাব বিস্তার করছিলো।। চারদিকে গ্রিক দর্শনের জয়জয়গান
চলছিল। । এর বিরুদ্ধে কথা বলার মতো খুব একটা মানুষ ছিলোনা। বেশিরভাগ মানুষ গ্রিক দর্শনের ফেতনায় গা ভাসিয়ে দিচ্ছিলো। একদম হুবহু বর্তমানে আমাদের সমাজে বিজ্ঞানের যেমন প্রভাব বিরাজ করছে, ঠিক তেমন। এখন যেমন বিজ্ঞানের বিরুদ্ধাচার করার সাহস কারো নেই
(অল্প কয়েকজন ছাড়া), তখন গ্রিক দর্শনের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিলোনা
(অল্প কয়েকজন ছাড়া)। বর্তমানের আলেম, স্কলার ও সাধারণ মুসলিমরা যেমন সবকিছুকে বিজ্ঞানের সাথে মিলিয়ে প্রচার করতে চায়, সেই সময়টাও ছিল তেমন। অর্থাৎ সবাই গ্রিক দর্শনের সাথে তাল মিলিয়ে বা সামঞ্জস্য বজায় রেখে ইসলাম প্রচার করতেই সাচ্ছন্দ বোধ করতো।
বর্তমানে যেমন আলেমরা সরকার বা আন্তর্জাতিক সংস্থা বা সাধারণ জনগণের ভয়ে বিজ্ঞানের বিরুদ্ধে কিছু বলতে পারেন না, তখনের অবস্থাও ছিল ঠিক এমনি।
তবে হা, এখন যেমন হক্কানী আলেমদের কেউ কেউ এসব জানার পরেও ফেতনার ভয়ে বলেন না বা বললেও সাবধানে বলেন বা বিষয়টাকে কৌশলে এড়িয়ে যান। তৎকালীন সময়ে হজরত ইবনে তাইমিয়ার (র:) অবস্থাটাও তেমনি ছিল। তিনি কৌশলে শুধু গোলাকার বলেছিলেন। কিন্তু বলাকার বলেন নি। আর যদি বলাকার বলেও থাকেন, তাতেও সমস্যা নেই। কারণ সেটাই হয়তোবা তৎকালীন সময়ের হেকমত ছিল। নয়তো চরম ফেতনার সৃষ্টি হতো। আল্লাহু আলম।
এখন আসুন আমরা একটু ভবিষ্যতে যাই।
বর্তমানের সেলিব্রেটি স্কলাররা অপবিজ্ঞানের সাথে তাল মিলিয়ে যেভাবে ইসলামকে ব্যাখ্যা করছে, আগামী প্রজন্ম তো এই বিজ্ঞানকেই ইসলাম মনে করে বসে থাকবে। আর বলবে: " অমুক আলেম তো এটা বলেছিলো, তমুক স্কলার তো ওটা বলেছিলো"। কিন্তু সেই প্রজন্ম তো আমাদের সময়ের বিজ্ঞানের প্রভাব সম্পর্কে জানবেনা। তাই এই কাজটা করে বসবে।
এখন আপনাদের কাছে প্রশ্ন হলো। আপনার কোনটা মানবেন? একদিকে গ্রিক দর্শনের প্রভাবে অতীতে এবং বিজ্ঞানের প্রভাবে বর্তমানের অমুক (সম্মানিত) আলেম, তমুক (শ্রদ্ধেয়) স্কলার পৃথিবীকে বলাকার ও ঘূর্ণায়মান বলছে।
অপরদিকে আল্লাহ, আল্লাহর রাসূল এবং তার সাহাবীগণ পৃথিবীকে স্থির ও সমতলে বিছানো বলেছেন।
তৎকালীন গ্রিক দর্শনের আধুনিক নাম হচ্ছে বিজ্ঞান (অপ)। দুটোই কালো জাদুর ফসল বা অপর নাম।
এবার সিদ্ধান্ত আপনার।
বি: দ্র: উপরোক্ত আলোচনার সকল দলিল প্রমান, অনেক আগেই দেয়া হয়েছে।
Comments
Post a Comment