জীন, শয়তান, সিক্রেট সোসাইটি, কাব্বালাহ ও কালোজাদু নিয়ে গবেষণা করার সময় কিছু করণীয়:

 


আপনি যদি এসব বিষয় নিয়ে গবেষণা করতে যান, জীন শয়তান যাদুকরেরা আপনার পিছনে অবশ্যই লাগবে এক্ষেত্রে আপনার যদি পর্যাপ্ত প্রটেকশন (দোআ, দরূদ বিভিন্ন আমল) না থাকে, তাহলে এরা আপনাকে আক্রমণ করে অসুস্থ তো বানাবেই আপনাকে পথভ্রষ্টও করে ছাড়বে সুতরাং এসব গবেষণা করার আগে, একজন হক্কানী আলেমের তত্ত্বাবধানে থেকে ভালো করে শরীয়ত সম্পর্কে গভীর এলম অর্জন করুন তারপর তাসাওউফের এলম নিন এরপর এই পথে আসুন

অন্যথায় এসব গবেষণা করে নিজেও পথভ্রষ্ট হবেন আবার ফেসবুক ইউটিউবে প্রচার করে অন্যকেও গোমরাহ করবেন

আর কোনো কারণে আপনি যদি জিনের দ্বারা আক্রান্ত হয়েই যান তাহলে একজন ভালো হক্কানী রাকির (যারা রুকিয়া / কুরআন দিয়ে চিকিৎসা করে) কাছে চিকিৎসা নিন এবং একজন রোগী হিসেবে, ফেসবুক ইউটিউব থেকে দূরে থাকুন

রোগীকে হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয় এবং চিকিৎসা চলাকালীন উল্টাপাল্টা গবেষণা তা প্রচার করা থেকে বিরত থাকতে হয়

সুস্থ হওয়ার পর আবার আসলে, উম্মতের ফায়দা হবে নয়তো, আপনার দ্বারা অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন





Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।