ফিলিস্তিনের লড়াই আল্লাহ তায়ালার জন্য ছিল না।

 


ফিলিস্তিনের যুবকেরা প্রথম যখন ইজরায়েল এর বিরুদ্ধে যুদ্ধ / লড়াই  শুরু করে তখন তা আল্লাহ তায়ালার জন্য ছিল না। ছিল দেশের জন্য। তারা সারাদিন লড়াই করত আর রাতে কার্ড খেলে এবং মদ খেয়ে মাতাল হয়ে থাকতো। কিন্তু কেন? কারন তাদের সামনে প্রকৃত ইসলাম ছিল না। তারা ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছিল। তাই তারা এখনো পর্যন্ত বিজয়ের মুখ দেখতে পারছে না। আলহামদুলিল্লাহ এখন সেই অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে একজন আরব শায়েখের কল্যাণে। কিন্তু উম্মাহর দুর্ভাগ্য, সেই শায়েখকে শহীদ করে দেয়া হয়েছে, অনেক আগেই। এখন কথা হলো আমরা সবাই এখন লড়াই লড়াই করতেছি। কিন্তু নিজের এসলাহ (আত্মিক সংশোধন) করতেছি না। এখলাসকে ঠিক করে নিচ্ছি না।

অন্তরের ব্যাধি দুর করতে হবে। লড়াই হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। দেশ বা দলের জন্য নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।






Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।