মনোলিথ নাকি শয়তানের টাওয়ার ?


ইদানং, মনোলিথ নামে একটা অদ্ভুত স্টিল স্ট্রাকচারকে প্রচার করা হচ্ছে। ছবিগুলো ভালো করে দেখুন যেটাকে মনোলিথ হিসেবে প্রচার করা হচ্ছে সেটাকেই উদ্দেশ্য করে হজের সময় জামারায় মুমিনরা ঢিল মারে।
আবার হিন্দুরা এটাকেই শিব লিঙ্গ (জীন বা শয়তানের পেনিস) হিসেবে পূজা করে।
আবার কাফেরদের দেশেও এটাকে খুব গুরুত্ব দেয়া হয়। অনেক দেশেই এরকম স্ট্রাকচার আছে।
ওরা চাচ্ছে পুরো বিশ্বে এরকম লিঙ্গ স্থাপিত হোক। এগুলোর সাথে শয়তানের কোনো না কোনো কানেকশন আছে। আল্লাহু আলম।
সুতরাং এসব দেখে আর কাফেরদের এলিয়েন প্রচারণায় বিভ্রান্ত হবেন না।








 

Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।