আবাসন প্রকল্পে দাজ্জালি চক্রান্ত:
দাজ্জাল চায় না, আপনার নিজস্ব কোনো ভূসম্পদ থাকুক। আর তাইতো চোখ ধাঁধানো আবাসন প্রকল্পের মায়াজালে ফেলে আপনাকে ভূমিহীন করে দিতে চায়। ওদের থেকে প্লট বা ফ্লাট নিলে, আপনার কাছে আর কিছুই থাকবেনা। না আপনার জমি থাকলো, না আপনার নিজস্ব মালিকানা থাকলো।
ওখানে আপনি নিজেকে মালিক মনে করলেও, প্রকৃত পক্ষে আপনি মালিক নন। আপনার উপর পূর্ণ নজরদারি বহাল থাকবে।
অন্যদিকে আপনি যদি, নিজের জমিতে কোনো রকম টিনশেড করেও থাকেন। তাতেও লাভ। টুক টাক গাছ লাগাতে পারবেন। ফাঁকা জায়গায় দুই একটা সবজির বাগান করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো আপনার পরবর্তী প্রজন্মও নিরাপদ একটা ভূমি সম্পদ পেলো।
সুতরাং, নিজের জমি বিক্রি করে কোনো হাউজিং বা ডেভেলপারদের থেকে ফ্লাট বা এপার্টমেন্ট কেনা থেকে বিরত থাকুন। এগুলো আপনাকে নিজস্ব ভূমিহীন করার দাজ্জালি ষড়যন্ত্র।
Comments
Post a Comment