তাহলে কি ইজরায়েল ছাড়া পুরো বিশ্বের মানুষ অসুস্থ হয়ে পড়বে?
ওয়ার্ল্ড ওয়ার জেড মুভিতে দেখানো হয়েছিল, ভারত আর ইজরায়েল মিলে একটি ভাইরাস তৈরী করেছে এবং তা পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। ফলে পুরো বিশ্ব বাসি ইনফেক্টেড (আক্রান্ত) / জোম্বি হয়ে গেছে। একমাত্র ইজরায়েল নিরাপদ আছে। শুধু সুস্থরা একটি বাংকারের মাধ্যমে ইজরায়েলে (দাজ্জালের জান্নাতে) ঢুকতে পারবে।
এখন নিচের স্ক্রিন শটে দেখুন। করোনা ভ্যাকসিন নিয়ে ২ জন মারা গেছে। আবার ইজরায়েল এই ট্রায়াল ভ্যাকসিন নিবে না বলে ঘোষণা দিয়েছে। কিন্তু সারা বিশ্বে ঠিকই তা পৌঁছে দেয়া হচ্ছে। এলিটরা তাদের মাস্টার প্ল্যান অনুযায়ীই এগোচ্ছে, মনে হচ্ছে। বাকি তো আল্লাহু আলম।
Comments
Post a Comment