নাস্তিকরা ইসলামকে ঠিকই বুঝেছে, উল্টো মুসলিমরাই বুঝেনি:


নাস্তিকরা কুরআনকে ভুল প্রমান করার জন্য, বিজ্ঞানের দোহাই দিয়ে বলে: "কুরআন বলছে, পৃথিবী সমতল ও স্থির। অথচ বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে পৃথিবী বলাকার ও ঘূর্ণায়মান। সুতরাং কোরআন সম্পূর্ণ অবৈজ্ঞানিক।"
ব্যাস, আপনিও এবার উঠে পরে লেগেছেন, কুরআনকে বৈজ্ঞানিক প্রমান করার জন্য। আপনি কোরআন থেকে আয়াতের অপব্যাখ্যা করে প্রমান করে দিলেন, কোরআনেই আছে, পৃথিবী বলাকার ও ঘূর্ণায়মান।
হায় আফসোস, আপনার কি এতটুকু সাহসও নেই যে, উচ্চ আওয়াজে বলবেন। হা, কোরআন যেহেতু পৃথিবীকে স্থির ও সমতল বলেছে, সুতরাং পৃথিবী তাই।
আরেহ ভাই, কাফেররা তো বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করেছেই ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আর আপনি কিনা ওই বিজ্ঞানের ভিতরে ঢুকেই ওদেরকে উত্তর দিচ্ছেন।
নাস্তিকরা ইসলামকে খুব ভালো করেই বুঝেছে। কিন্তু মানে না। ইচ্ছা করেই তারা বিরোধিতা করে। কারণ এতে তাদের খোদারা (কাফের / শয়তান) খুশি হয়।
অপরদিকে মুসলিমরাই ঠিকমতো বুঝেনি।


Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।