কুরআন কি অবৈজ্ঞানিক?


নাস্তিকরা বিভিন্ন অপবৈজ্ঞানিক থিওরি উপস্থাপন করে কুরআনকে অবৈজ্ঞানিক প্রমানের চেষ্টা করে। কারণ কুরআনে এমন অনেক বিষয় আছে যা কথিত অপবিজ্ঞানের সাথে মিলে না। আর এই সুযোগে নাস্তিকরা কুরআনকে অবৈজ্ঞানিক বলে প্রচার করে। অপরদিকে কিছু মুসলিম ভাই, নাস্তিকদের এই অপবাদ থেকে বাঁচার জন্য কুরআনকে বৈজ্ঞানিক প্রমানের জন্য মরিয়া হয়ে আয়াতের অপব্যাখ্যা করা শুরু করে দেয়। 

আফসোস, পরাজিত মানসিকতার মুসলিমদের জন্য। তারা বিজ্ঞানের মতো নিকৃষ্ট ও মানব রচিত কিছু কল্প কাহিনীর সাথে কুরআনকে মিলাতে চায়। কুরআনকে অসম্মানিত করতে চায়। কোথায় কুরআন আর কোথায় অপবিজ্ঞান? কোথায় আসমানী কিতাব  আর কোথায় দুর্ঘন্ধময় বস্তুবাদী অপবিজ্ঞান?

নাস্তিকদেরকে বলে দিন। হা, কোরআন অবশ্যই অবৈজ্ঞানিক। কোরআন এই নিকৃষ্ট বিজ্ঞানের ধার ধারে না। কুরআন ইউনিক।  কোরআন কুরআনিক। কোরআন হেকমতময়। কুরআন প্রজ্ঞাময়। কোরআন জ্ঞানময়। কুরআন অতুলনীয়। কুরআন স্বয়ংসম্পূর্ণ। কুরআন পরিপূর্ণ। কুরআন পবিত্র।  কুরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও মহাশক্তিশালী আসমানী কিতাব।



Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।