দলিল প্রমান ছাড়াও পৃথিবীকে স্থির ও সমতলে বিছানো দাবি করা যায়:
ধরুন,
কারো কাছে কোনো দলিল প্রমান নেই। কোনো
বৈজ্ঞানিক সরঞ্জামাদিও নেই। এবার
আমি দাবি করলাম পৃথিবী সমতলে বিছানো এবং স্থির। কারণ
আমি পাহাড়ের উপরে উঠেও পৃথিবীকে সমতল দেখতে পাচ্ছি। এবং
দুনিয়াকে স্থির হিসেবে পাচ্ছি। এটা
আমি বাস্তবেই দেখতে পাচ্ছি। আমি
এই বাস্তবতার উপর ভিত্তি করে জোর গলায় এটা দাবি করতে পারি। কিন্তু
আপনি কিসের ভিত্তিতে পৃথিবীকে বলাকার ও ঘূর্ণায়মান দাবি করবেন? না আপনি কখনো বাস্তবে পৃথিবীকে বলাকার হিসেবে দেখেছেন? না আপনি কোনোদিন পৃথিবীর ঘূর্ণয়নকে অনুভব করেছেন। আপনার
ভিত্তি হচ্ছে কল্পনা। আপনি
বলছেন দুনিয়া বলাকার এবং তীব্রগতিতে ঘুরছে, কিন্তু আমরা তা বুঝিনা।
সুতরাং
বলাকার পৃথিবী তত্ত্ব অনুযায়ী, বিষয়টা এমন। আমরা
যদিও নাগরদোলাকে ঘুরতে দেখছি। আসলে
নাগরদোলা ঘুরছেনা, আমরাই ঘুরছি। আমাদের
মাথাই ঘুরছে।
আজ
অপবিজ্ঞানের কারণে আমাদের মাথা এতটাই নষ্ট হয়েছে যে, বাস্তবতাকেও
উপলব্ধি করার শক্তি হারিয়ে ফেলেছি।
Comments
Post a Comment