আমরা প্রচলিত ফ্লাট আর্থ মতবাদের অনুসারী নই:

 


বিষয়টা ভালো করে বুঝে নিন। প্রচলিত ফ্লাট আর্থ থিওরি এক জিনিস , আর কোরআন হাদিসে বর্ণিত সমতলে বিছানো বিশাল বিস্তীর্ণ পৃথিবীর আলোচনা আরেক জিনিস।
একটা হচ্ছে কিছু বাস্তববাদী মানুষের (বিভিন্ন ধর্মের) গবেষণা বা পর্যবেক্ষণের ফলাফল। তবে এখানে খ্রিস্টানদের সংখ্যাটাই বেশি। তারা বাইবেল থেকে থিওরি গুলো নেয় এবং নিজেদের মতো গবেষণা করে।
আরেকটা হচ্ছে কোরআন ও সুন্নাহ ভিত্তিক সত্যিকারের সৃষ্টি তত্ত্ব। আর আমরা এই কোরআনিক সৃষ্টি তত্বটাকেই তুলে ধরছি। গতানুগতি বা প্রচলিত ফ্লাট আর্থ সোসাইটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে হাহ, যেহেতু এটাই বাস্তবতা (পৃথিবী বলাকার নয় বরং সমতলে বিছানো), সেহেতু ওদের সাথে আমাদের কিছু বিষয় মিলে যাওয়াটা খুবই স্বাভাবিক। আর তাছাড়া, ওরা অনেক কিছুই বাইবেল থেকে গ্রহণ করে। সেক্ষেত্রেও আমাদের আলোচনা ওদের সাথে মিল থাকতেই পারে।
এখানে আরো একটা কথা বলে রাখতে চাই। যখন ঈসা (আ:) আসবেন তখন সম্ভবত, বাইবেলে বিশ্বাসী এই ফ্লাট আর্থাররাই মুসলমান হয়ে যাবে। আল্লাহু আলম।
N:B: অনেক ভাই আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা এটা বলছেন অথচ ফ্লাট আর্থ মতবাদ অনুযায়ী তো বিষয়টা অমন, ফ্লাট আর্থাররা তো এটা বিশ্বাস করেনা, তাহলে আপনারা এটা বলছেন কেন?”। ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে এই ভাইয়েরা আমাদেরকে ওদের সাথে মিলিয়ে ফেলে। আশা করি , সেই ভাইয়েরা এই আলোচনা থেকে বিষয়টা বুঝতে পেরেছেন। তবুও আবারো সংক্ষেপে বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি। প্রচলিত মতবাদে কি আছে না আছে , আমরা তা অনুসরণ করি না। আমরা কোরআন হাদিস অনুযায়ী সামনে এগোচ্ছি। যতটুকু ইসলামের সাথে মিল পাচ্ছি বা খুঁজে পাচ্ছি, ততটুকুই প্রচার করছি। ফ্লাট আর্থ সোসাটির মতো নিজেদের মতো করে কোনো ব্যাখ্যা সাজানো থেকে বিরত থাকার চেষ্টা করি।
সুতরাং আমাদের বক্তব্য আর তাদের (বিভিন্ন ফ্লাট আর্থ মতবাদ) বক্তব্যের ভিতরে অমিল পেলে এটা নিয়ে ট্রল করা থেকে বিরত থাকুন। জাযাকুমুল্লাহু খাইর।


Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।

আর্মি অফ দাজ্জাল (১ম ও ২য়) খন্ডের PDF লিংক একসাথে: