সাইন্স লাভার মডারেটদের লুকিয়ে থাকা মানসিকতা:


বিজ্ঞানপ্রেমী মডারেটরা মনে করে ইসলামকে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা না করলে, মানুষ ইসলামকে গ্রহণ করবেনা। তাই তারা ইসলামকে বিজ্ঞানাইজড করে প্রচার করে বা দাওয়াত দেয়। 

এক্ষেত্রে তারা নিজের অজান্তেই ইসলামের চেয়ে বিজ্ঞানকেই বেশি হাইলাইট করে ফেলে। 

আবার এসব দাওয়াতের একটা সাবলিমিনাল ম্যাসেজ হচ্ছে, ইসলাম পূর্ণাঙ্গ নয়। বা ইসলাম দুর্বল। (নাউযুবিল্লাহ)। ইসলামকে ইসলাম দিয়ে ব্যাখ্যা করলে হবে না। বরং, ইসলামকে বিজ্ঞানাইজড করে পরিপূর্ণ বা শক্তিশালী করে দাওয়াত দিতে হবে। তাহলে এর গ্রহণযোগ্যতা বাড়বে এবং মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। 

  

আফসোস এদের জন্য। কত নিচু মানসিকতা এদের।


আর এদের অত্যাচারে আলেমরাও এখন কোনঠাসা হয়ে গেছেন। ওলামা হজরৎগণ এই মডারেটদের কারণে বিজ্ঞানের বিরুদ্ধে কিছু বলতেও পারেন না। আগে যা বলছেন, এখন একেবারেই বলেন না। কারণ, আলেমরা যখন মানুষকে এইসব অপবিজ্ঞানের বিরুদ্ধে সতর্ক করতেন, তখন এরা (বিজ্ঞান প্রেমী) তাদেরকে হেয় প্রতিপন্ন করতো। এখনো যারাই সাইন্সের(?) বিরুদ্ধে বলে, তাদেরকেই তারা অপমান করে।



Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।