কাফেররা, একদলকে দিয়ে ইসলামকে বিকৃত করে আবার আরেকদলকে দিয়ে সমালোচনা করায় :
কাফেররা ইসলামকে সবদিক দিয়েই আক্রমণ করে। ওরা সবার জন্য সব ফ্লেভারের ইসলাম তৈরী করে সারা পৃথিবীতে সাপ্লাই দেয়। যার যেটা পছন্দ সে সেভাবে ইসলামকে পালন করে। অর্থাৎ ওরা আপনাকে সত্য ইসলাম পর্যন্ত পৌঁছাতেই দিবে না। তার আগেই আপনি কোনো না কোনো ভ্রান্ত, দুর্ঘন্ধময় ইসলামে আসক্ত হয়ে যাবেন। আর আপনি সেটাকেই আসল ইসলাম মনে করে তৃপ্ত থাকবেন। সত্য ইসলামের সন্ধান আর করবেনই না। এছাড়া ওদের আরেকটা নীতি হলো প্রব্লেম-রিয়াক্সন-সলুশন। অর্থাৎ ওরাই সমস্যা সৃষ্টি করবে, আবার ওরাই জনমত গঠন করে নতুন একটা সমাধান নিয়ে আসবে। অথচ ওই নতুন সমাধানটাও ওদের স্বার্থই রক্ষা করবে। মোটকথা ঘুরেফিরে আপনি কাফেরদের বেঁধে দেয়া ছকের মধ্যেই ঘুরপাক খেতে থাকবেন। এই গোলকধাঁধা থেকে আর বের হতে পারবেন না। আর ওদের চূড়ান্ত ধাপ্পাবাজীটা হলো: ওদেরই একদলকে দিয়ে ইসলামকে বিকৃত করে, আবার ওদেরই আরেকদলকে দিয়ে ইসলামকে সমালোচনা করবে।
এরকম হাজারো সমস্যা আমাদের সমাজে উপস্থিত। ইসলামকে, ওদের প্রশিক্ষিত অনুসারীদের দ্বারা
বিভিন্ন রকম অদ্ভুত সাজে সাজিয়ে সমাজে ছেড়ে দেয়। তারপর আবার একদল লোককে (এরাও ওদেরই লোক) বিশেষ করে নাস্তিকদেরকে লাগিয়ে দেয় ইসলামকে অপমানিত করার জন্য।
এই ষড়যন্ত্র আজ ব্যাপক আকার ধারণ করেছে। এক্ষেত্রে, আমাদেরকে অবশ্যই প্রকৃত ইসলামকে (সাহাবা ওয়ালা ইসলাম) চিনতে ও জানতে হবে, এবং এদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
Comments
Post a Comment