Posts

Showing posts from February, 2021

কর্মক্ষেত্রে নারীদের রাগ প্রদর্শন অনেক ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা পালন করে: ইসলামী দৃষ্টিভঙ্গি।

Image
  কর্মক্ষেত্রে নারীদের রাগ প্রদর্শন নেতিবাচিক হলেও তা তাদের ক্যারিয়ারকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পিয়ার্স মরগানের শো 'গুড মর্নিং ব্রিটেনে' একটি টিভি সাক্ষাত্কারের সময় এ কথার যথার্থতা তুলে ধরেন সাংবাদিক রেবেকা রেড। তিনি বলেন যে কর্মক্ষেত্রে নারীদের রুক্ষ হওয়ার ব্যাপারে তার নতুন বই 'রুড: স্টপ বিং নাইস এবং স্টার্ট বিং বোল্ড' লেখার জন্য অনুপ্রাণিত করেছে। রেইড বলেন যে বইটি কর্মক্ষেত্রে নারীদের "ইতিবাচক রুক্ষ আচরণ" সহ বিভিন্ন উপায় রয়েছে যা তাদের ক্যারিয়ারকে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি আরো বলেন, 'ইতিবাচক রুক্ষ আচরণ' নারীদের দৃঢ়প্রত্যয়ী" হিসাবে পরিচিত করে তুলবে কিন্তু সাধারণত নারীরা যখন এটি প্রদর্শন করেন তখন এটি অভদ্র হিসাবে সকলের কাছে প্রকাশ পায়। বইটিতে নারীদের কে তাদের কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছেন লেখক। তার মধ্যে একটি হলো ইমেইলের ক্ষেত্রে রুক্ষ হওয়া: রেইড তার বইয়ে নারীদেরও কর্মক্ষেত্রে তাদের ইমেইল ব্যবহারে আনুগত্য প্রকাশ না করে সরাসরি মূল কথা বলার জন্য বলেছেন। অ

স্ত্রী সমাচার: (ওয়াইফ বনাম যাওজাহ্)

Image
  ইসলাম , শব্দের দাড়াও নারীকে সম্মানিত করেছে । ‘ স্ত্রী ’- এর আরবী প্রতিশব্দ হলঃ زَوْجَة ( যাওজাহ্ ) ও سَيِّدَة ( সায়্যিদাহ্ ) । দ্বিন পালনে পুরুষের সহযোগী : দ্বিন পালন এবং সমাজে দ্বিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী। প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দ্বিনের ব্যাপারে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলেন , ‘ মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। তারা সত্কাজে আদেশ করে , অসৎ কাজে নিষেধ করে , তারা নামাজ কায়েম করে , জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী , প্রজ্ঞাময়। ’ ( সুরা : তাওবা , আয়াত : ৭১ ) পুরুষের মানসিক আশ্রয় : বাহ্যত পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি দান করেছেন। আল্লাহ বলেন , ‘ আল্লাহর নিদর্শন হলো — তিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন , যাতে তোমরা ত

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।

Image
  সমতলে বিছানো স্থির পৃথিবীর ১ম খন্ডতে শাইখ আসাফির কুরআন ও হাদিস থেকে দলিল দিয়ে প্রমান করেছেন যে পৃথিবী সমতল ও স্থির। বলাকার ও ঘূর্ণায়মান নয়। Blog link: https://toorpaahaar.blogspot.com/2021/02/blog-post.html PDF link: https://drive.google.com/file/d/13S5cIIzdY62BZdbDZ305UWR9E9EaCiXh/view?usp=sharing সমতলে বিছানো স্থির পৃথিবী ( ২য় খন্ড ) । প্রাকৃতিক ঘটনাবলী । Blog link: https://toorpaahaar.blogspot.com/2021/02/blog-link-httpstoorpaahaar.html PDF link: https://drive.google.com/file/d/1Bu_tHvAH_ltoEKUtRFS9mYDqpnBU3HuB/view?usp=sharing   সমতলে বিছানো স্থির পৃথিবী ( ৩য় খন্ড ) । ছদ্মবিজ্ঞানের বেড়াজালে সৃষ্টিতত্ত্ব । PDF link: https://drive.google.com/file/d/188Ld4dKZONdkeEf1JUComdbR_jU_Kqrk/view?usp=sharing   সমতলে বিছানো স্থির পৃথিবী । ( ৪র্থ খন্ড ) । ভ্রান্তি নিরসন । পিডিএফ লিংক । https://drive.google.com/file/d/1tV8fcH8_wY0KLJFnYtkvwqK2RV-63bk5/view?usp=sharing   Mega drive link: https://mega.nz/folder/ohggzJbA#zGDw4Bn_B0CotL5N

শয়তানের ডিম ও জন কার্টার মুভি:

Image
ইবলিশ একা একা এখন পৃথিবীকে কন্ট্রোল করছে না। তার বিশাল বাহিনী আছে এবং এই বাহিনীটা সমুদ্রের উপর একটা সিংহাসনে অবস্থিত। এই সিংহাসনের চারদিকে প্রচুর সাপ থাকে। ইবলিশের কোনো বউ নেই। সে পাঁচটি ডিম পেড়েছিলো। পাঁচটি ডিম থেকে তার পাঁচটি ছেলে হয়েছে যাদের নাম- সাবরাদ, আউর, দাসিম, যিলনাবূর, মাসূত। প্রতিটা ছেলেই মানুষের পেছনে বাহিনী নিয়ে লেগে থাকে মানুষকে দিয়ে বিভিন্ন খারাপ কাজ করানোর জন্য। ইবলীস শয়তান ও তার বাহিনী মিলে সম্মিলিতভাবে মানুষ ও জিন জাতিকে পথভ্রষ্ট করে। আল্লাহ বলেন, ‘তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরগণকে বন্ধুরূপে গ্রহণ করেছ?’ (কাহফ ১৭/৫০)। এই আয়াত প্রমাণ করে যে, তার বংশধর রয়েছে। রাসূল (ছাঃ) বলেন, ‘তুমি যদি পার, তাহ’লে সর্বপ্রথম বাজারে প্রবেশকারী হবে না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারী হবে না। কারণ বাজার শয়তানের আড্ডাখানা; সেখানে সে আপন ঝান্ডা গাড়ে, সেখানে সে ডিম পাড়ে এবং বাচ্চা জন্ম দেয় (মুসলিম হা/২৪৫১; ত্বাবারাণী কাবীর হা/৬১১৮, ৬১৩১)। অন্যত্র এসেছে, ‘ইবলীস শয়তান সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে। অতঃপর মানুষের মধ্যে ফিৎনা-ফাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহ

সমতলে বিছানো স্থির পৃথিবী। (২য় খন্ড) প্রাকৃতিক ঘটনাবলী।

Image
    সমতলে বিছানো স্থির পৃথিবী। (২য় খন্ড) প্রাকৃতিক ঘটনাবলী।               সংকলন ও সম্পাদনা: রূহ মাহমুদ।      ভূমিকা: সমতলে বিছানো স্থির পৃথিবীর ১ম খন্ডতে শাইখ আসাফির কুরআন ও হাদিস থেকে দলিল দিয়ে প্রমান করেছেন যে পৃথিবী সমতল ও স্থির। বলাকার ও ঘূর্ণায়মান নয়। যারা ওটা পড়েন নি তারা নিচের লিংক থেকে পড়ে নিন। Blog link: https://toorpaahaar.blogspot.com/2021/02/blog-post.html   PDF link: https://drive.google.com/file/d/13S5cIIzdY62BZdbDZ305UWR9E9EaCiXh/view?usp=sharing   এখন আপনাদের হাতে আল্লাহর ইচ্ছায় ২য় খন্ড তুলে দিচ্ছি। এখানে সকল প্রাকৃতিক ঘটনাবলীর ইসলামী ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই খন্ডের বেশিরভাগ লিখাই বিভিন্ন জায়গা থেকে আমি সংকলন করেছি। এবং প্রয়োজন মতো সম্পাদনা করেছি। অনেক জায়গায় আমি নিজেই লিখতে বাধ্য হয়েছি, উপযুক্ত আর্টিকেল না পাওয়ায়। তবে এই সংকলন ও সম্পাদনায় যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। অফিসের কাজের ফাঁকে ফাঁকে, একটু একটু করে এটাকে সাজাতে হয়েছে। তাই ভুল ত্রুটি থাকাটা খুব স্বাভাবিক। ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমাকে অব