কর্মক্ষেত্রে নারীদের রাগ প্রদর্শন অনেক ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা পালন করে: ইসলামী দৃষ্টিভঙ্গি।
কর্মক্ষেত্রে নারীদের রাগ প্রদর্শন নেতিবাচিক হলেও তা তাদের ক্যারিয়ারকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পিয়ার্স মরগানের শো 'গুড মর্নিং ব্রিটেনে' একটি টিভি সাক্ষাত্কারের সময় এ কথার যথার্থতা তুলে ধরেন সাংবাদিক রেবেকা রেড। তিনি বলেন যে কর্মক্ষেত্রে নারীদের রুক্ষ হওয়ার ব্যাপারে তার নতুন বই 'রুড: স্টপ বিং নাইস এবং স্টার্ট বিং বোল্ড' লেখার জন্য অনুপ্রাণিত করেছে। রেইড বলেন যে বইটি কর্মক্ষেত্রে নারীদের "ইতিবাচক রুক্ষ আচরণ" সহ বিভিন্ন উপায় রয়েছে যা তাদের ক্যারিয়ারকে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি আরো বলেন, 'ইতিবাচক রুক্ষ আচরণ' নারীদের দৃঢ়প্রত্যয়ী" হিসাবে পরিচিত করে তুলবে কিন্তু সাধারণত নারীরা যখন এটি প্রদর্শন করেন তখন এটি অভদ্র হিসাবে সকলের কাছে প্রকাশ পায়। বইটিতে নারীদের কে তাদের কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছেন লেখক। তার মধ্যে একটি হলো ইমেইলের ক্ষেত্রে রুক্ষ হওয়া: রেইড তার বইয়ে নারীদেরও কর্মক্ষেত্রে তাদের ইমেইল ব্যবহারে আনুগত্য প্রকাশ না করে সরাসরি মূল কথা বলার জন্য বলেছেন। অ...