স্ত্রী সমাচার: (ওয়াইফ বনাম যাওজাহ্)

 


ইসলাম, শব্দের দাড়াও নারীকে সম্মানিত করেছেস্ত্রী’-এর আরবী প্রতিশব্দ হলঃ زَوْجَة (যাওজাহ্) سَيِّدَة (সায়্যিদাহ্)

দ্বিন পালনে পুরুষের সহযোগী:

দ্বিন পালন এবং সমাজে দ্বিন প্রচার প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী। প্রত্যেক নারী পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দ্বিনের ব্যাপারে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ নারী পরস্পরের বন্ধু। তারা সত্কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তারা নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ তাঁর রাসুলের আনুগত্য করে। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা : তাওবা, আয়াত : ৭১)

পুরুষের মানসিক আশ্রয়:

বাহ্যত পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা সহানুভূতি দান করেছেন। আল্লাহ বলেন, আল্লাহর নিদর্শন হলোতিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে। (সুরা : রোম, আয়াত : ২১)

আয়াতে ব্যবহৃত যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও বাক্য থেকে পুরুষের জন্য নারীর মানসিক আশ্রয় হওয়ার ইঙ্গিত পাওয়া যায়

WIFE সমাচার :

অন্যদিকে ইংরেজি WIFE শব্দ এর ব্যাখ্যা করা হয়েছে Wonderful Item For Enjoyment / Wonderful Instrument For Enjoyment ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বস্তুবাদী ইংরেজদের কাছে স্ত্রীও একটি বস্তু এবং ভোগ্যপন্য।

শিক্ষা: হে বোন, পশ্চিমা সভ্যতার কথিত নারী আন্দোলন নয়। বরং একমাত্র ইসলামই দিবে আপনাকে পূর্ণ সম্মান মর্যাদা। সুতরাং ফিরে আসুন ইসলামের সুশীতল ছায়াতলে





https://www.abbreviations.com/WIFE?fbclid=IwAR0nEL43zbEext9rBCXPz1tpeNQVAp4uFrkjOrEqCPhkN48Fxb_g0Ai_nPk


Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।