স্ত্রী সমাচার: (ওয়াইফ বনাম যাওজাহ্)
ইসলাম, শব্দের দাড়াও নারীকে সম্মানিত করেছে। ‘স্ত্রী’-এর আরবী প্রতিশব্দ হলঃ زَوْجَة (যাওজাহ্) ও سَيِّدَة (সায়্যিদাহ্)।
দ্বিন পালনে পুরুষের সহযোগী:
দ্বিন পালন এবং সমাজে দ্বিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী। প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দ্বিনের ব্যাপারে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। তারা সত্কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তারা নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা : তাওবা, আয়াত : ৭১)
পুরুষের মানসিক আশ্রয়:
বাহ্যত পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি দান করেছেন। আল্লাহ বলেন, ‘আল্লাহর নিদর্শন হলো—তিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে।’ (সুরা : রোম, আয়াত : ২১)
আয়াতে ব্যবহৃত ‘যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও’ বাক্য থেকে পুরুষের জন্য নারীর মানসিক আশ্রয় হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
WIFE সমাচার :
অন্যদিকে ইংরেজি WIFE শব্দ এর ব্যাখ্যা করা হয়েছে Wonderful Item For Enjoyment / Wonderful Instrument For
Enjoyment ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বস্তুবাদী ইংরেজদের কাছে স্ত্রীও একটি বস্তু এবং ভোগ্যপন্য।
শিক্ষা: হে বোন, পশ্চিমা সভ্যতার কথিত নারী আন্দোলন নয়। বরং একমাত্র ইসলামই দিবে আপনাকে পূর্ণ সম্মান ও মর্যাদা। সুতরাং ফিরে আসুন ইসলামের সুশীতল ছায়াতলে।
Comments
Post a Comment