প্রচলিত ক্যালেন্ডারের (সময় বিভ্রান্তি) ব্যাপারে দৃষ্টি আকর্ষণ :
আমরা
জানি দাজ্জালের আগমনের সাথে দিন রাত্রির আবর্তনের এক দারুন সম্পর্ক রয়েছে। সূর্য
থেমে যাবে। ১
বছরে ১ দিন হবে। সুতরাং
দাজ্জাল অনেক আগে থেকেই সৃষ্টি তত্ত্বকে পরিবর্তন
করে দিয়েছে। বর্তমান
ক্যালেন্ডারের দিকে খেয়াল করুন। ২৮
দিন, ৩০ দিন, ৩১ দিন, ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪। ০৯০৫৩০৮৩২৮৮
গড় সৌর দিন। লিপি
ইয়ারে ২৯ দিন। আবার
দিনকে ভাগ করা হয়েছে ১২:০০ থেকে ১১:৫৯। এগুলো
হলো সূর্য কেন্দ্রিক হিসাব নিকাশ। ১৭৫২
সালে পৃথিবী থেকে ১০ দিন গায়েব করা (প্রদত্ত ছবিতে খেয়াল করুন)।
অথচ আরবি দিন, মাস ও বছরের
হিসাব সম্পূর্ণ ভিন্ন রকম। চাদ
অনুযায়ী মাস ও বছর। এবং
সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত এক দিন। কি
যে এক হযবরল অবস্থা বানিয়ে রেখেছে। অবশ্যই
এখানে কোনো রহস্য ।
Comments
Post a Comment