গোপন সরকার:



আমরা জানি পৃথিবীর প্রত্যেকটি দেশেই একটি করে সরকার আছে। কিন্তু আমরা এটা জানি না যে, এসব কথিত পুতুল সরকারের পিছনে আরেকটি গোপন সরকার আছে। আর সেই গোপন সরকারের প্রধান হচ্ছে দাজ্জাল। আপাতত সেটা দাজ্জালের সেনাবাহিনী অর্থাৎ সিক্রেট সোসাইটির এলিটরা চালাচ্ছে।


 পৃথিবীর বেশির ভাগ সরকার এই সিক্রেট গভমেন্ট দ্বারাই নিয়ন্ত্রিত। এমনকি আমাদের বিডিও। যেহেতু বিডি গভ জাতিসংঘ সহ বিভিন্ন দাজ্জালি অর্গানাইজেশনের হাতে বায়আত নিয়েছে। সেহেতু, এটা খুব স্বাভাবিক যে, বিডি গভ দাজ্জালের জন্যই কাজ করবে। সুতরাং বিডির দায়িত্বশীলদের (দ্বীনি রাহবার) সতর্ক হওয়া উচিত। 

Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।