দ্বীন বিক্রয়:
অনেক ভাই, খুব এখলাসের সাথে দ্বীনের মেহেনত করেন, মাশাআল্লাহ। তারা অত্যন্ত মনোযোগ দিয়ে দাওয়াতের (অনলাইন বা অফলাইন) কাজ করেন। এটা তো খুবই ভালো কথা। তাদের উছিলায় অনেক পথ হারানো ভাই সত্যের সন্ধান পেয়ে যান, আলহামদুলিল্লাহ।
কিন্তু যে সমস্ত ভাইদের আর্থিক অবস্থা ভালো থাকেনা। সেই ভাইয়েরা দ্বীনের কাজ করতে করতে একসময় এই দ্বীনের কাজকেই উপার্জনের মাধ্যম বানিয়ে নেন। অর্থাৎ তারা দাওয়াতের কাজের মাধ্যমে টাকা উপার্জন করার চেষ্টায় লিপ্ত হয়ে যান।
এমন অবস্থায় যেন পড়তে না হয়, সেজন্য অবশ্যই একটা নিরাপদ রিজিকের ব্যবস্থা রাখা উচিত। তাহলে আর দ্বীন বিক্রয়ের প্রয়োজন পড়বেনা, ইনশাআল্লাহ। নিশ্চিন্তে তখন দাওয়াতের (অফলাইন ও অনলাইনে) কাজ চালিয়ে যেতে পারবেন, ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। এখলাসের সাথে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন, আমিন।

Comments
Post a Comment