রেড রোজ রিচুয়াল / লাল গোলাপ তন্ত্র:
লাল গোলাপ তো প্রত্যেকটি মানুষেরই খুব প্রিয় একটি ফুল। বিশেষ করে মেয়েদের। ওদেরকে খুশি করতে হলে একটা লাল গোলাপই যথেষ্ট। তাই পুরুষরা মেয়েদেরকে খুশি করতে সুন্দর একটি লাল গোলাপ নিয়ে হাজির হয়। এই কালচার সবাই পালন করে। দ্বীনদার মানুষগণও পিছিয়ে নেই।
অথচ এটা একটা রিচুয়ালের অংশ। কালো জাদুকর বা শয়তান পূজারীরা লাল গোলাপকে লাভ স্পেলের জন্য ব্যবহার করে। অনেকে ভালোবাসার মানুষকে কাছে পেতে রেড রোজ বাথ ( লাল গোলাপের গোসল) নিয়ে থাকে। এগুলোও স্যাটানিক রিচুয়ালের অংশ। বিউটি পার্লার গুলোতে যেসব স্পা করা হয় বা মেকাপ দেয়া হয়, এসব কিছুই এই স্যাটানিক রিচুয়াল (তন্ত্র) থেকেই এসেছে।
Comments
Post a Comment