দাড়ি রাখার বয়স কোনটি?

 


যখন কোনো যুবক দাড়ি রাখার নিয়ত করে।  বা রাখা শুরু করে দেয়। তখন কিছু কথিত মুরুব্বি, বলে বসে: "এটা তো দাড়ি রাখার বয়স নয়, তুমি কেন এখনই দাড়ি রাখছো?"


অরে মুরুব্বি, এটাই তো দাড়ি রাখার বয়স। 


কারণ আল্লাহ তো উপযুক্ত বয়সেই দাড়ি দিয়েছেন। মানুষের শরীরে যখন যেটা প্রয়োজন তখনি তো আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছেন। দাড়ি যদি আরো পরে রাখার জিনিস হতো, তাহলে আল্লাহ তো আরো পরেই দাড়ি দিতেন। অর্থাৎ ৫০ / ৬০ বছর বয়সে দাড়ি গজানো শুরু হতো। 


যেহেতু ১৫ / ১৬ বছরে দাড়ি উঠা শুরু হয়, সেহেতু এটাই দাড়ি রেখে দেয়ার বয়স। 

Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।