Posts

Showing posts from May, 2021

আর্মি অফ দাজ্জাল (৪র্থ খন্ড):

Image
গুগল ড্রাইভ : https://drive.google.com/file/d/10HhAU1FzDTTRKH3TEQSTQJzX-THGoRMn/view?usp=sharing মেগা ড্রাইভ:  https://mega.nz/file/kwxAVTYa#xHZo6Ah7Myc0FnjumnIhcQKDmOyYm6pJW2OLlnPmNaY

হকপন্থী বোনদের জন্য ছোট্ট একটি পরামর্শ:

Image
  অনেক বোন আছেন, যারা ফেসবুক থেকে কিছুটা এলম অর্জন করার চেষ্টা করেন। তারা অন্যানদের মতো নয়। অর্থাৎ বিনোদনের জন্য ফেবুতে আসেন না। বরং দ্বীনের কিছু খেদমতের জন্য আসেন। এক্ষেত্রে নিজের আইডির নামে কোনো মেয়েলি নাম ব্যবহার না করলেই ভালো হবে। এতে বোনটাও যেমন নিরাপদ থাকবে তেমনি, ব্যাধিগ্রস্ত পরুষরাও ফেতনায় পড়বেনা, ইনশাআল্লাহ। কারণ অনেকেই আছে, মেয়ে আইডি দেখলেই খাতির করার চেষ্টা করে। তাদের থেকে বোনেরা নিরাপদে থাকতে পারবে।  সুতরাং বোনদের উচিত, নিজের প্রোফাইল নামের সাথে টাইমলাইনও এমন ভাবে সাজানো, যেন কেউ বুঝতেই না পারে যে এটা কোনো মেয়ের আইডি।  জাযাকিল্লাহ।  

হামাস কি ইসলাম প্রতিষ্ঠা করবে??

Image
  ধরুন, হামাস সমস্ত ইহুদিদের তাড়িয়ে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করলো। এতে বিজয় কার হলো? ইসলামের, নাকি কুফুরী গণতন্ত্রের? হামাস একটা গণতান্ত্রিক দল। তারা ইসলামের জন্য লড়াই করেনা। ক্ষমতার জন্য লড়ে। তারা বিজয়ী হলে ইসলামের কোনোই উপকার হবেনা। মুসলিমরা হয়তো নাম মাত্র একটা গণতান্ত্রিক ভূখণ্ড পাবে। কিন্তু ইসলামী রাষ্ট্র পাবেনা। ঘুরে ফিরে সেই কুফুরী (গণতন্ত্র) চক্রের ভিতরেই আটকিয়ে থাকতে হবে। আবার খেয়াল করুন, তাদের কারো (জনগণ ও সংগঠন) হাতেই ইসলামের (কালেমা) পতাকা নেই। সবার হাতেই জাতীয়তাবাদের পতাকা। এই পতাকার সাথে তো আল্লাহর কোনো ওয়াদা নেই। এই পতাকার জন্য তো আল্লাহর কোনো সাহায্য নেমে আসবে না। এই পতাকার জন্য জুন্দুল্লাহ ফেরেস্তারাও আসবে না। এই পতাকার বিজয় হলে, সেটা অভিশপ্ত জাতীয়তাবাদ ও কুফুরী গণতন্ত্রের বিজয় হবে। ইসলামের নয়। আমি মোটেও ফিলিস্তিনের বিপক্ষে বলছিনা। সেখানের মুসলিমরা আমাদের ভাই। তারা শত বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত। অবশ্যই আমরা তাদের দুঃখে দুঃখিত। আমি বলছি তাদের আন্দোলনের ভুল নীতি ও পদ্ধতির ব্যাপারে। তাছাড়াও আমরা বেশির ভাগ মুসলিমই আজ ওয়েস্টার্ন কালচারে আসক্ত এবং অভ্যস্ত। পরি...