হকপন্থী বোনদের জন্য ছোট্ট একটি পরামর্শ:

 

অনেক বোন আছেন, যারা ফেসবুক থেকে কিছুটা এলম অর্জন করার চেষ্টা করেন। তারা অন্যানদের মতো নয়। অর্থাৎ বিনোদনের জন্য ফেবুতে আসেন না। বরং দ্বীনের কিছু খেদমতের জন্য আসেন। এক্ষেত্রে নিজের আইডির নামে কোনো মেয়েলি নাম ব্যবহার না করলেই ভালো হবে। এতে বোনটাও যেমন নিরাপদ থাকবে তেমনি, ব্যাধিগ্রস্ত পরুষরাও ফেতনায় পড়বেনা, ইনশাআল্লাহ। কারণ অনেকেই আছে, মেয়ে আইডি দেখলেই খাতির করার চেষ্টা করে। তাদের থেকে বোনেরা নিরাপদে থাকতে পারবে। 

সুতরাং বোনদের উচিত, নিজের প্রোফাইল নামের সাথে টাইমলাইনও এমন ভাবে সাজানো, যেন কেউ বুঝতেই না পারে যে এটা কোনো মেয়ের আইডি। 

জাযাকিল্লাহ। 




Comments

Popular posts from this blog

হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ড্রামাঃ

সূর্য, পৃথিবী থেকে ছোট:

সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।