জীন, শয়তান, সিক্রেট সোসাইটি, কাব্বালাহ ও কালোজাদু নিয়ে গবেষণা করার সময় কিছু করণীয়:
আপনি যদি এসব বিষয় নিয়ে গবেষণা করতে যান , জীন শয়তান ও যাদুকরেরা আপনার পিছনে অবশ্যই লাগবে । এক্ষেত্রে আপনার যদি পর্যাপ্ত প্রটেকশন ( দোআ , দরূদ ও বিভিন্ন আমল ) না থাকে , তাহলে এরা আপনাকে আক্রমণ করে অসুস্থ তো বানাবেই । আপনাকে পথভ্রষ্টও করে ছাড়বে । সুতরাং এসব গবেষণা করার আগে , একজন হক্কানী আলেমের তত্ত্বাবধানে থেকে ভালো করে শরীয়ত সম্পর্কে গভীর এলম অর্জন করুন । তারপর তাসাওউফের এলম নিন । এরপর এই পথে আসুন । অন্যথায় এসব গবেষণা করে নিজেও পথভ্রষ্ট হবেন আবার ফেসবুক ও ইউটিউবে প্রচার করে অন্যকেও গোমরাহ করবেন । আর কোনো কারণে আপনি যদি জিনের দ্বারা আক্রান্ত হয়েই যান । তাহলে একজন ভালো হক্কানী রাকির ( যারা রুকিয়া / কুরআন দিয়ে চিকিৎসা করে ) কাছে চিকিৎসা নিন । এবং একজন রোগী হিসেবে , ফেসবুক ও ইউটিউব থেকে দূরে থাকুন । রোগীকে হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয় । এবং চিকিৎসা চলাকালীন উল্টাপাল্টা গবেষণা ও তা প্রচার করা থেকে বিরত থাকতে হয় । সুস্থ হওয়ার পর আবার আসলে , উম্মতের...